Last Updated on জুন ২২, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে আখবীজ উৎপাদন বিষয়ে কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে আখের উৎপাদন বৃদ্ধির লক্ষে ‘গুণগত মানসম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তার কৌশল’ শীর্ষক ফিডব্যাক কর্মশালা শনিবার (২২জুন) অনুষ্ঠিত হয়েছে। কৃষকপর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ^রদীর বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ কমপ্লেক্সে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মো. ওমর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপরিচালক ড. পলাশ সরকার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসআরআইয়ের রোগতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন। সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. হাসিবুর রহমান।
কর্মশালায় সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলা কৃষি অফিসারসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।