চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যরা।
সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিব। সমাবেশে আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।
বক্তারা গত শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অবরোধের নামে বাসে অগ্নিসংযোগ, নৈরাজ্য করার প্রতিবাদ এবং আগামীতে এসকল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শিবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। রবিবার বিকেলে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল কবির মুক্তার সভাপতিত্বে আরো বক্তব্য দেনÑ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, সাংগঠনিক সম্পাদক শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, বেনজির আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহাসহ অন্যরা।
নাচোল প্রতিনিধি জানান, নাচোলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ^াস, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, নারী নেত্রী রঞ্জনা রানীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রহনপুর কলোনীমোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও রহনপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু ও নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, পৌর যুব লীগের সভাপতি মুনসুর আলি,আলিনগর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান তরিকুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, বোয়ালিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনআনসারী ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়সহ বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা।