পতাকা উত্তোলন, কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন উপজেলায় উপজেলা আওয়ামী লীগ এইসব কর্মসূচির আয়োজন করে।
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকালে জেলাশহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
পরে সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিুজর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ্জামান রোকনসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গোমস্তাপুর প্রতিনিধি জানান, নানা কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকালে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি বের হয়ে রহনপুর পৌরশহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা কৃষক লীগের সহসভাপতি মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী, যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেনÑ বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, পৌর সভাপতি এন্তাজুল হকসহ আওয়ামী লীগের অন্য সংগঠনের নেতাকর্মীরা।
আমাদের নাচোল প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা ও পৌর আওয়ামী লীগের পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে নাচোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পৌর এলাকার বিভিন্ন সড়কে আনন্দ র্যালি করা হয়।
দলীয় কার্যালয়ে সহসভাপতি আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক অপু, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয় চত্বরে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নাচোল পৌর আওয়ামী লীগ। আনন্দ র্যালিটি নাচোল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেনÑ সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবর্ষিকীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাকর্মীদের