চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাদের অভিমত: মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে বাংলাদেশ

42

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কয়েকদিন আগেই উৎসব উদযাপন কমিটি করে দিয়েছিল। সেই কমিটি শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের পরপরই আয়োজন করে আনন্দ শোভাযাত্রার।
সকাল সাড়ে ১০টার দিক থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানান স্লোগান দিতে দিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জমায়েত হন। বেলা ১১টায় আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ কর্মসূচিতে অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বাতেন খাঁর মোড় ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহর।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন বলেন, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি ও জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান আরমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল জাকের ও আব্দুর রাকিব, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ সিকদার ও সাধারণ সম্পদাক ডা. সাইফ জামান আনন্দ, জেলা স্বচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিনসহ অন্য নেতৃবৃন্দ।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে নাচোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ওসি (তদন্ত) আব্দুল ওহাব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবুসহ অন্যরা।
অপরদিকে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে নাচোল মধ্যবাজারে স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি শোভাযাত্রা বের হয়।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেনÑ নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ অন্য নেতৃবন্দ।
ভোলাহাট প্রতিনিধি : ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল মোড় মুজিব চত্বরে জমায়েতের পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সহসভাপতি আব্দুল গাফফার মুকুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, সহসভাপতি আইয়ুব আলী মন্ডলসহ অন্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গোমস্তাপুর প্রতিনিধি : পদ্মা সেতুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ উল্লাস করেছে স্থানীয় আওয়ামী লীগ। এই উপলক্ষে শনিবার বিকেলে ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে একই স্থানে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
এ সময় বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস।