বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ৬, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। এছাড়াও কার্যালয় সংলগ্ন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় ওয়ালটন মোড়ে সাবেক এমপির রাজনৈতিক অফিসে ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হন বিক্ষুব্ধরা।
এসময় ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ ‘আওয়ামী লীগের আস্তানা, বাংলার মাটিতে হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’- এসব স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে হাতুড়ি-শাবল দিয়ে আওয়ামী লীগ কার্যালয়টি ভাঙচুর করে। পরে আগুন দেওয়া হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন- শেখ হাসিনাসহ তার দোসরদের শাস্তি না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মাঠে থাকবে। আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলেই প্রতিহত করা হবে। জুলাই-আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না।
ভাঙচুরের পর গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায় ছাত্র-জনতাকে।
পরে জেলাশহরের ফায়ার সার্ভিস মোড়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র ভাস্কর্য ভাঙচুর করা হয়।

About The Author

শেয়ার করুন