বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বিচার দাবিতে গণজমায়েত

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দাবিতে’ গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
জমায়েত চলাকালে বক্তব্য দেন- মো. আব্দুর রাহিম, মাহিন খান, নূরে আশিক তানভীর, মোতাসিন বিশ্বাস, ফাতিমা খাতুনসহ অন্যরা।
বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসররা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের সেই চেষ্টা রুখে দিতে ছাত্র-জনতা সারাদেশে আজকে রবিবার এ কর্মসূচি পালন করছেন। তারা আরো বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে আর কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না।
এ সময় বক্তারা ১৬ বছরে আওয়ামী লীগ গণহত্যাসহ যে অপকর্ম করেছে তার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

About The Author

শেয়ার করুন