“সর্বদলীয় আইনজীবিগণ, চাঁপাইনবাবগঞ্জ”এর ব্যানারে মানববন্ধন করেছেন আইনজীবীগণ। “প্রধান বিচারপতি এস.কে সিনহাকে গৃহবন্দী করার প্রতিবাদ ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার দাবিতে” সপ্তাহ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকালে তারা মানববন্ধন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আনইজীবি সমিতির ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ময়েজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আনইজীবি সমিতির সভাপতি ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন কাজল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল হক দোলনসহ অন্যান্যরা।