শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৮, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৭ হ্যান্ডবল প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৭ স্কুলবালকদের দিনব্যাপী হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলার পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
এসময় উপস্থিত ছিলেনÑ জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. এম কোরাইশি মিলু, নির্বাহী সদস্য মো. আজিজুল হকসহ অন্যরা।
প্রতিযোগিতায় ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় ভোলাহাটের দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে ১৭-১২ গোলে হারিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি চ্যাম্পিয়ন হয়।
শেষে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে।

About The Author

শেয়ার করুন