চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ

22

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনষ্ঠিত হয়েছে। ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই কর্মসূচি আয়োজন করা হয়।
দশ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণে মোট ৫২ জন প্রশিক্ষণার্থী অংশগহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গৌরী চন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর শেখ ফরিদ সায়েম এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাহী সদসস্য ও জেলা সাঁতার কমিটির সম্পাদক বদিউজ্জামান বুদু। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা সাঁতার প্রশিক্ষক হুসনে রাকিব। তাকে সার্বিক সহযোগিতা করেন তৌহিদুল ইসলাম ও পিংকি পর্না নিয়োগী।
সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মো. জহুরুল হক জনি।