নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকা রুটে চলাচলকারী ৭টি বাসকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর ট্রাকস্টান্ড এর সামনে মোবাইল কোর্ট পরিচলনা করা হয়। এ-সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকা রুটে চলাচলকারী বাসে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার পরও অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি বাসকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং ঢাকাগামী অপর একটি বাসে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার পরও সকল আসনসহ অতিরিক্ত আসন হিসেবে টুলে বসিয়ে যাত্রী বহন করায় ২০ হাজার টাকা জরিপনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।
অপর দিকে একইস্থানে একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের মোবাইল কোর্টে একই কারণে ১ টি বাসকে ১০ হাজার টাকা, ১ টি বাসকে ৪ হাজার টাকা এবং ২ টি বাসের রুট পরমিট না থাকায় ১টিকে ৩ হাজার টাকা ও ১টিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।