পূঁজিবাদ, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র ও সাম্যবাদ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের সাধারণ পাঠাগারে এ প্রতিযোগিতার আয়োজন করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। প্রতিযোগিতায় নবাবগঞ্জ সরকারি কলেজ ও শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উদযাপন কমিটির যুগ্ন আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু হাসিব, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু প্রমূখ। বিচারকের দায়িত্ব পালন করেন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক শামীম আহমেদ ও হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আশরাফ। এসময় উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির সদস্য নঈমুল বারী ও রফিক হাসান বাবলু, শাহনেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মো. জামাল, সাংবাদিক সাজিদ তৌহিদ ও আব্দুর রব নাহিদ। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মেসবাহ ফয়সাল আহমেদ ও তাজমুল কবির। যৌথভাবে তৃতীয় হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নয়ন আহমেদ ও মারিয়া হাসান বর্ষা।