চাঁপাইনবাবগঞ্জের ২টি সংসদসীয় আসনে বুধবার (১ ফেব্রুয়ারি) উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে সকাল সাড়ে ১০টা পন্তর্য ভোটারদের উপস্থিতি কম ছিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদের কর্মীদের সঙ্গে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে টহলে থাকা র্যাব সদস্যরা এসে ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নেয়া উভয় প্রার্থীর কর্মী সমর্থকদের সরিয়ে দেন। তবে ভোট কেন্দ্রের ভেতরে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করছেন। আব্দুর রাকিব নামের এক ভোটার জানান তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এমন আরো অনেকেই জানিয়েছেন। এই কেন্দ্রে হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন এক বৃদ্ধ।
সকাল ৯ টার দিকে গ্রিনভিউ স্কুল ও আলীনগর উচ্চ বিদ্যালয় এবং সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায় ভোটার সংখ্যা কম। তবে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদে উপস্থিতিও বাড়বে।