চাঁপাইনবাবগঞ্জের ২টি সংসদসীয় আসনে বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে অন্যান্য ভোটের তুলনায় এবার ভোটারদের উপস্থিতি ছিল কম। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ১৭২টি ভোট কেন্দ্রের মধ্যে জেলাশহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকালে নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদের কর্মীদের সঙ্গে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে টহলে থাকা র্যাব সদস্যরা এসে ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নেয়া উভয় প্রার্থীর কর্মী-সমর্থকদের সরিয়ে দেন। পরে বিদ্যালয় চত্বর থেকে লাল ফিতায় মোড়ানো একটি ককটেলসদৃশ কৌটা উদ্ধার করে র্যাব।
তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি। ভোটাররা নির্বিঘেœ ভোট প্রদান করেছেন। আব্দুর রাকিব নামের এক ভোটার জানান, তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এমন আরো অনেকেই একই কথা বলেছেন। এই কেন্দ্রে হুইলচেয়ারে করে ভোট দিতে আসেন এক বৃদ্ধও।
সকাল ৯টার থেকে গ্রিনভিউ স্কুল, আলীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, পিটিআই, তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়, মহারাজপুরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায় ভোটার সংখ্যা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়ে যায়।
এদিকে দুপুর আড়াইটার দিকে জেলাশহরের শান্তিমোড় এলাকায় দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের অন্যান্য ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন বলেনÑ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় গোমস্তাপুর উপজেলার উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন।
সংঘর্ষ, লাঠিচার্জ, ফাঁকা গুলি
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত শহরের শান্তিমোড় ও সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হলে এই আসনে বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে তিনজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ (নৌকা), জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন)।