চাঁপাইনবাবগঞ্জের সেহালায় ঈদ উপলক্ষে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

43

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সেহালা প্রগতি সংঘের আয়োজনে এলাকার দুস্থ মানুষের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেহালা প্রগতি সংঘ ভবনে স্থানীয় প্রায় দেড়শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা সেবা নিতে আসা ৬৫ বছর বয়সী আইনুল হক বলেন, টাকার অভাবে বড় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারি না, আজ বাড়ির কাছে বড় ডাক্তারের কাছে বিনা পয়সায় চিকিৎসা নিতে পারলাম, আল্লাহ উনার ভালো করুক এ দোয়া করি।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেদ আলী, প্রচার সম্পাদক সাগর আলীসহ অন্যানরা।