চাঁপাইনবাবগঞ্জের সাহাবাজপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, একজন গ্রেপ্তার

32

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরি-হামিদনগর-মুসলিমপুর মোড় হতে শান্তি বাজারগামী সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মো. জনি আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবক একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোবারক আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত শনিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযনে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরি-হামিদনগর-মুসলিমপুর মোড় হতে শান্তি বাজারগামী সড়ক থেকে ৯৭৫ পিস ইয়াবা, ৬০ গ্রাম হেরোইনসহ মো. জনি আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড ও ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।