বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১০, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতুর স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতুর মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে জেলা স্কাউটস ভবনে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে এ সভার আয়োজন করে।
জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, উত্তরায়ণ সাংস্কৃতিক পরিষদের পরিচালক মো. আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা ও জাগো নারী বহ্নিশিখার উপদেষ্টা শফিকুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ইসরাইল সেন্টু, আইনজীবী আবু হাসিব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আম্বিয়া, বহ্নিশিখার সদস্য ছবি রানী সাহা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, গৌরী চন্দ সিতুর পুত্রবধূ শতাব্দী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন।
বক্তারা বলেন, এই শহরে গৌরী চন্দ সিতু একজনই। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তিনি একাধারে ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় একজন সংগঠক ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে রেডিও মহানন্দা, জাগো নারী বহ্নিশিখা, সচেতন নাগরিক কমিটি-সনাক, কল্যাণী মহিলা সংসদ, মহনন্দা প্রবীণ নিবাস, প্রথম আলো বন্ধুসভাসহ অনেক সংগঠনেই নিবেদিত একজন মানুষ ছিলেন যেমন, তেমনি একজন সাহসী নারীও ছিলেন। নারী নির্যাতনসহ নানা অন্যায়ের প্রতিবাদে বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখাসহ বিভিন্ন সংগঠন আয়োজিত সকল কর্মসুচিতে তাঁকে দেখা যেত। তিনি একজন অনুসরণযোগ্য মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন।

About The Author

শেয়ার করুন