চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে হেরোইন উদ্ধার

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে এই অভিযান চালানো হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির সুবেদার মো. সাহিনুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্ত এলাকা খনিয়াদিঘীতে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।