শিবগঞ্জ প্রতিনিধি > চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহিরাগত আম ব্যবসায়ীদের জন্য ২টি আবাসিক হোটেল নির্ধারণ করা হয়েছে। হোটেল ২টি হলো- শিবগঞ্জ মনাকষা মোড়ে অবস্থিত মৌচাক আবাসিক হোটেল ও শিবগঞ্জ থানা গেটের সামনে হোটেল প্যারাডাইস আবাসিক হোটেল। করোনা পরিস্থিতিতে বহিরাগত আম ব্যবসায়ীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে আবাসিক হেটেলে থেকে আম কেনা বেচা করতে পারে সে জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল ২টি নির্ধারণ করে।
আম চাষিদের সুবিধার্থে বহিরাগত আম ব্যবসায়ীদের সর্বোচ্চ ছাড় দেয়ার কথা জানিয়েছেন হোটেল ২টির মালিক দূরুল হোদা ও সাইফুল ইসলাম (মিটুল খান)।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,এবছর বিভিন্ন এলাকা হতে আগত আম ব্যবসায়ীদের সুবিধার জন্য শিবগঞ্জ উপজেলার ২টি আবাসিক হোটেল নির্ধারণ করা হয়েছে। যাতে করে শিবগঞ্জ উপজেলায় তারা নিরাপদ থেকে ব্যবসা করতে পারে।
অন্যদিকে সব চেয়ে বড় আম বাজার কানসাটে কোন আবাসিক হোটলের নাম না থাকায় কানসাট আম চাষিরা তাদের হতাশার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে ঢাকার আম ব্যবসায়ীরা এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে আসছে না। তাদের নিরাপদ স্থানে রাখতেই হোটেল ২টি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।