Last Updated on জুন ১, ২০২৪ by
শিবগঞ্জে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত
‘‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাহিত্য মঞ্চের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এই জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হয়। সাহিত্য মঞ্চের সভাপতি শাহনাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক জাহাঙ্গীর সেলিম,ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।
আলোচান হিসেকে ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা ড. ফারুকুর রহমান ফয়সল।