চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

58

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাইকেল চালানোকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল আলী (১৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত সোহেল জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুর ভাণ্ডার গ্রামের রজবুল আলীর ছেলে।
র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১, সদর কোম্পানির যৌথ অভিযান চালিয়ে ঢাকার দারুস সালাম দক্ষিণ পাইকপাড়া এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ আরো জানিয়েছে, গত ৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল চালোনোকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী (১৪) নামে নবম শ্রেণির স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পরদিন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। ওই মামলায় সোহেল আলী প্রধান আসামি ছিল।
র‌্যাব আরো জানায়, ঘটনার পর থেকে এ মামলা নিয়ে র‌্যাব-৫, চাঁপাইনাবগঞ্জে ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ ছায়া তদন্তের ৩ মাস ৩ দিন পর হত্যাকাণ্ডের সাথে জড়িত মামলার প্রধান আসামি মো. সোহেল আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।