চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিউবওয়েলের পাশে গর্তের পানিতে ডুবে মিরাজ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের নাইমুল হকের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও প্রতিবেশীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মিরাজের মা বাড়ির অন্য নারীদের সাথে বাড়ির উঠানে কাঁথা সেলাই করছিলেন। এ সময় মিরাজ সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে টিউবওয়েলের কাছে গর্তের পানিতে নামলে সে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করার সময় ওই গর্তের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য গাজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।