চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার রাতে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নির্দেশনায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেকের মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, চিঁড়া ১ কেজি, লবণ ১ কেজি, আটা ১ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি ও ১ কেজি ছোলা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। এ সময় তিনি বলেন, শিগগির ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিঞা ও মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
উল্লেখ্য, বুধবার বিকাল ৩টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডে চার পরিবার ক্ষতিগ্রস্ত হয়।