চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

22

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামে ৯৪২ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আজমতপুর (রিফিউজি পাড়া) গ্রামের মো. কায়েস উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৪)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গত শুক্রবার দিবাগত মধ্য রাতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ গ্রেপ্তার হওয়া মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে ৯৪২ বোতল ফেনসিডিলসহ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।