চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সৈয়দ পরিবারের সংগঠন গুলনাহার-কশিমুদ্দীন (জি. কে.) ফাউণ্ডেশন মাসব্যাপী বত্রিশ হাজার কম্বল হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছে।
শুক্রবার শিবগঞ্জ পৌরসভার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে এই কর্মসূচির আপাতত সমাপ্তি টানা হয়। সকাল ১০টায় শিবগঞ্জ স্টেডিয়ামে কম্বল বিতরণ কর্মসূচির শেষদিনে পৌর এলাকার ৭ হাজার মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রশান্ত দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক বাকীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি ও উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে উপজেলার ১৫ টি ইউনিয়নে ২৫ হাজার কম্বল বিতরণ করা হয়।
সৈয়দ নজরুল ইসলাম এসময় কম্বল নিতে আসা মানুষদের উদ্দেশ্যে বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং সৈয়দ পরিবারের গঠিত জিকে ফাউণ্ডেশন অর্থাৎ সৈয়দ পরিবার শিবগঞ্জ উপজেলার মানুষের পাশে সুখ দুঃখে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
উল্লেখ্য, জি.কে. ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীনসহ বিভিন্ন সময়ে খাদ্যসহ বিভিন্নধরনের সাহায্য প্রদান করা হয়।