চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা

20

‘‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রণজিৎ চন্দ্র সিংহ ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররমসহ অন্যরা। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়।