চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের গেদু মোড় এলাকায় ১৪৬ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার পিরোজপুরের আলতাব হোসেনের ছেলে মো. রকিব (৫৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে¡¡ র্যাবের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই স্থান থেকে ১৪৬ বোতল ফেনসিডিলসহ মো. রকিবকে গ্রেপ্তার করা হয়।