চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ ডিগ্রি কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জ পৌরসভাধীন শিবগঞ্জ ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার পূর্বপাশে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
শিবগঞ্জ ডিগ্রি কলেজের নাইট গার্ড ইব্রাহিমের বরাত দিয়ে ওসি আরো জানান, মৃত ব্যক্তি গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কলেজের সামনে বসেছিল এবং তার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় বলে জানিয়েছিল। লোকটি আজ শনিবার সকাল থেকে ওই স্থানে শুয়ে ছিল। রাস্তার লোকজন মনে করেছে, ভারসাম্যহীন ব্যক্তি জীবিত আছে। পরবর্তীতে নাইট গার্ডসহ আশপাশের লোকজন বিকাল সাড়ে ৩টায় ডাকাডাকি করে দেখে লোকটি মারা গেছে। মারা যাওয়া লোকটি বিভিন্ন এলাকায় ভবঘুরে ও পাগলের মতো চলাফেরা করত বলে ওসি জানান।