Last Updated on জুন ৮, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগে খাদ্যমেলা
চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ সার্কিট হাউস মোড়ে বিজয় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে খাদ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত খাদ্যমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরবানু খাতুন।
বিশেষ অতিথি ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ যক্ষ্মা হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. আফজাল হোসেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক তাজেমুল ইসলাম।
বিজয় নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরবানু খাতুন বলেনÑ পুষ্টিসমৃদ্ধ সুষম খাবার নিশ্চিত করতে হবে। বর্তমানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারে অসুখ-বিসুখ লেগেই থাকছে। আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করবেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চয়তার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনাদের এই সুষম ও পুষ্টিকর খাবারের মেলার আয়োজনের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন, যাতে আপনারা সেবক হিসেবে কাজ করার সময় রোগীদেরকে যেন সুষম ও পুষ্টিকর খাবার প্রদান করতে পারেন।