
এই নাটকের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। অনেক দিন পর জেলা পুলিশের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের দর্শকরা সরাসরি মঞ্চ নাটক দেখার সযোগ পেলেন। লালজমিনে অভিনয় করে দর্শকদের মনও জয় করেছেন এই নাটকের একমাত্র অভিনেত্রী মোমেনা চৌধুরী।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক, পৌর মেয়র মোখলেসুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও,
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিরা নাটকটি উপভোগ করেন।