Last Updated on মে ২৪, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জের রানীহাটী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬নং রানীহাটি ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উন্মুক্ত পরিবেশে এই বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউর রহমান।
বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৫৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৯৬ ৫৪ টাকা । বাজেটে উদ্বৃত্ত হিসেবে ১১ লাখ ৪৫ হাজার ৮০০টাকা দেখানো হয়েছে।
এ সময় স্থানীয় শিক্ষক, ইমাম, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবরা উপস্থিত ছিলেন।