চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার রসিকনগর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ইউসুফ আলী (৩২)। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে¡¡ র্যাবের একটি দল রানীহাটি বাজারে অভিযান চালায়। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।