গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রহনপুরে আম বাজারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন)সকালে স্টেশন আম বাজার চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। রহনপুর পৌর মেয়র তারিক আহমদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, আম আড়তদার, আম চাষী ও আম ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, হুমায়ন কবীর বাবু ও মতিউর রহমান খান। রহনপুর আম আড়তদার সমবায় সমিতি লিমিটেড এবং গোমস্তাপুর উপজেলা আম চাষী ও আম ব্যবসায়ী সমিতির আয়োজনে এ বাজার উদ্বোধন করা হয়। এ বাজার পরিচালনায় উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন সমিতির নেতারা।