চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উত্তরবঙ্গ ডোম সমাজের জীবনমান উন্নয়ন ও নীতিমালা নির্ধারণ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে অনুষ্ঠিত সভায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ বলেছেন, সম্প্রদায় হিসেবে আমরা নিগৃহীত। হোটেল-রেস্তোরাঁয় খাবার জন্য ঢুকতে পারি না। বিভিন্ন কাজের সুযোগ থেকেও আমরা বঞ্চিত। এজন্য অধিকার আদায়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। লেখাপড়া করতে হবে। সামাজিক, পারিবারিক এবং দেশের প্রতি সচেতন থাকতে হবে। নিজের সংগঠনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী মিনু। উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী অজিত ভকত, শিবগঞ্জ উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী ফাস্টো ভকত, গোমস্তাপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী রমনী, ভোলাহাট উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী রতন ভকত, তানোর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী রাজকুমার, নিতপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি রনজিত ভকত, নিয়ামতপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি রাজেন ভকত, মান্দা-মহাদেবপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি সুদেব ভকত, চুয়াডাঙ্গা বাংলাদেশ জয়ভিম ছাত্রসমাজ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বিপ্লব ডোম এবং নাচোল উপজেলা ডোম উন্নয়ন কমিটির সাবেক সভাপতি বাদল ভকত, সহসভাপতি শ্রী দীপু ভকত, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সহসভাপতি সঞ্জয় দত্তসহ অন্যরা।
সভায় এই সম্প্রদায়ের জন্য নীতিমালা তুলে ধরা হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুরে ডোম সমাজের সমন্বয় সভা,অধিকার আদায়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার...