ভোলাহাট প্রতিনিধি : যে কোনো দুর্যোগে সামনের কাতারে থাকেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। করোনা ভাইরাস প্রতিরোধ, আগুন নিভানো, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, পানিতে ডুবে যাওয়া মানুষ উদ্ধারসহ মানবতার সেবায় ছুটে চলেন তারা। এমনি এক বিরল দৃষ্টান্ত রাখলেন ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের গেটে বৈদ্যুতিক তারে ঝুলে রয়েছে সুকনা একটি বনজ গাছের ডাল। ঝুলে থাকা সুকনা ডালের ফুটা দিয়ে সুন্দর একটি চূড়ই পাখি উঁকি মারছে। ডালটিতে পাখিটি বাসা বেঁধেছে। নিচে পড়ে গেলে বাসায় থাকা ডিম বা যদি বাচ্চা থাকে তবে মারা যেতে পারে। এমটি ভাবছিলেন, ভোলাহাট থানায় কর্মরত ডিএসবির সদস্য নাসের উদ্দিন।
এ সময় এ প্রতিবেদক সেখানে উপস্থিত হতেই তার ভাবনাটি তুলে ধরেন নাসের উদ্দিন। পরে পাখিটিকে বাঁচাতে খবর দিয়ে বসেন ভোলাহাট ফায়ার সার্ভিসকে। তাছাড়া ডালটিও ঝুঁপিূর্ণ। ব্যাস, খবর পেয়ে ছুটে আসেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুল আলম সরকারের নেতৃত্বে ৮সদস্যের একটি ফায়ার সার্ভিসের দল।
এ সময় বৈদ্যুতিক কারণে উপস্থিত হন ভোলাহাট পল্লী বিদ্যুৎ বিভাগের ২জন কর্মী। অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক তারে ঝুলে থাকা পাখির বাসার ডালটি নীচে নামাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দলটি। তবে ভিতরে পাখি বা পাখির ডিম কিংবা বাচ্চা পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডালটি ঝুঁকি পূর্ণ থাকায় সরানোয় পথচারীদের আরো কোনো ঝুঁকি থাকলোনা বলে স্থানীয়রা জানান।