চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে আম ক্রয় বিক্রয় উদ্বোধন

27

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে আম ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। শুক্রবার (২৭ মে) আনুষ্ঠানিকভাবে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। আম ফাউন্ডেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম।
আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেনÑ আম আড়তদার সমিতির সভাপতি ও ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, আম ফাউন্ডেশনের সাবেক সহসভাপতি মো. মাহাতাব উদ্দিন ও সহসভাপতি কামাল উদ্দিন।