চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫টি মামলায় অভিযুক্ত ইয়াকুব আলী (২৯) ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আব্দুল করিম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।
ভোলাহাট ধানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ইয়াকুব আলীর নামে ৫টি বিভিন্ন প্রকার মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার চামুসা গ্রামের মোজাম্মেল হক টুনুর ছেলে।
অপর দিকে উপজেলার শিকারী গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল করিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।