Last Updated on জুন ১, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুরে কিডসভ্যালি স্কুলে পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত ‘কিডসভ্যালি কিন্ডার গার্টেন’ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিড্সভ্যালি স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি মহিবুর রহমান কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম।
এছাড়াও বক্তব্য দেন কিড্সভ্যালি স্কুলের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, উপদেষ্টা শামসুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান কুটুসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন স্কুলটির প্রধান শিক্ষক জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক সুফিয়া খাতুন।