চাঁপাইনবাবগঞ্জের বাজারে সবজির দাম আরো কমেছে ডিম হালিতে ২ টাকা বেড়েছে

36

বিপাসা রবি দাশ

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট বাজারে শুক্রবার নতুন ও পুরাতন আলুর দাম কমেছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় পটল, বাঁধাকপি, ফুলকপি, শিমসহ প্রায় সকল সবজির দাম কমেছে। তবে ডিমের দাম বেড়েছে হালিতে ২ টাকা।
নিউমার্কেট বাজারের সবজি বিক্রেতা বাদশা ও তাইফুর বলেন, এ সপ্তাহে সবজির দাম অনেক কম। আজ (গতকাল) বাজারে নতুন আলু ৮০ থেকে কমে হয়েছে ৬০-৬৫ টাকা আর পুরাতন আলুর দাম কমে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ২০ থেকে কমে ১০-১৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে কমে ১০-১৫ টাকা, পেঁপে ২০ থেকে কমে ১৫ টাকা, দেশী শিম ৫০-৬০ থেকে কমে ৪০ টাকা, বিদেশী শিম ৪০ থেকে কমে ২০-২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা মুকুল রহমান ও শুকুরউদ্দিন বলেন, আমদানি কম থাকায় ইলিশের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০-১০০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজি। এছাড়া অন্যান্য মাছের অপরিবর্তিত রয়েছে। ১ কেজি ওজনের রুই ১২০ টাকা, ২ কেজি ওজনের কাতল ২০০ টাকা, পিয়লি ৫০০-৫২০ টাকা, চাষের ট্যাংরা ৫৮০-৬০০ টাকা একং দেশী কৈ ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, মুরগি বিক্রেতা রুবেল ও খাইরুল ইসলাম বলেন, মুরগির আমদানি বেশি থাকায় দাম কম। লেয়ার ১৫০ টাকা, প্যারেন্স ১৬০ টাকা, সোনালি ১৫৫-১৬০ টাকা, পাকিস্তানি ১৬০ টাকা এবং ব্রয়লার ১১০-১১৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশী মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকা কেজি।
মুদিবাজারে বিক্রেতা রাজকুমার ও মাসুম জহির বলেন, নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় এর দাম কমতে শুরু করেছে। আজ (গতকাল) বাজারে দেশী পেঁয়াজ ৫৫ থেকে কমে ৫০ টাকা, বার্মা ইন্ডিয়ান পেঁয়াজ দাম কমে ৩০-৩২ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আদা ৫০-৬০ টাকা, দেশী রসুন ১০০-১১০ টাকা, বিদেশী রসুন ৮০-৮৫ টাকা, মোটা চাল ৪২-৪৪ টাকা, আটাস চাল ৫০-৫২ টাকা এবং চিনি ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম ২৭ থেকে বেড়ে ২৯ টাকা হালি বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে সবজির দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের হাসিমুখে বাজার করতে দেখা গেছে। কয়েকজন ক্রেতা জানান, কিছু দিন আগে যে হারে সবজির দাম বেড়েছিল তাতে সাধারণ মানুষের পক্ষে সবজি কেনা কঠিন হয়ে পড়েছিল। আর এখন গত সপ্তাহ থেকে সবজির দাম কমেছে। তারা আরো জানান, আগে এক কেজি বাঁধাকপি কিনতে হয়েছে ৮০ টাকায়, এখন সেটা ১০-১৫ টাকাতেই কেনা যাচ্ছে। আগামীতে সবজির দাম এরকম থাকলেই ভালো বলে মতপ্রকাশ করেন তারা।