চাঁপাইনবাবগঞ্জের বাখরআলী এলাকা থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

16

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বাখরআলী এলাকা থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন ৫৩ বিজিবির সদস্যরা।
বুধবার দুপুরে ৫৩ বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সকাল ৭টার দিকে সীমান্তের ২৩/৮ এস সীমান্ত পিলারের কাছে অভিযান চালায়। এসময় ব্যাগ হাতে আসা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে কাশবনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে ওই এলাকার অধিকাংশই পানিতে প্লাবিত। চোরাকারবারিরা ঘন কাশবনে লুকিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
প্রেস ব্রিফিংয়ে উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা বলা হয়েছে। বারগুলো সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।