চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকায় শিশুদের বিনোদনের কথা চিন্তা করে এলাকার কৃতী সন্তান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মো. মোখলেসুর রহমান নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে গড়ে তুলেছেন একটি শিশু পার্ক। পার্কটির নাম করণ করা হয়েছে জোসনারা শিশু পার্ক। এই পার্কটি জোসনারা ফুড এ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগী প্রতাষ্ঠান। বর্তমানে এটি দৃষ্টি নন্দন পার্ক হিসেবে গড়ে উঠেছে। এই পার্কে রয়েছে মেরিগো রাউন্ড, ওয়ান্ডার হুইল, হানি সুইং, প্যারাটুপার, জেট বিমান, প্যারাটুপারসহ অসংখ্য অত্যাধুনিক ইলেকট্রিক রাইড। যা শিশুদের বিনোদনে বিশেষ ভূমিকা রাখবে।
রবিবার (০১ মে) আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করা হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে পার্কটির উদ্বোধন করেন অতিথিরা। পার্কের মূল ফটকে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানান এবং পার্কটি স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন জোসনারা ফুড এ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান জিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার
এএইচএম আবদুর রকিব, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেরা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈযদ নজরুল ইসলাম, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামানসহ জনপ্রতিনিধি, আমওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সামজের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ। ইফতার পূব্য মেয়র মোখলেসুর রহমান ও তাঁর সকল প্রতিষ্ঠানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল বাসির আল হাদি।