শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৯, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জের পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি আহ্বায়ক এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আবদুল্লাহ আল রাইয়ান, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, গোমস্তাপুর বিএনপির সদস্য সচিব মারজুক আহমেদ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, মনিরুল ইসলাম মাখনকে সাধারণ সম্পাদক ও এমএম ঈমাইনুল হককে সাংগঠনিক সম্পাদক করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

About The Author

শেয়ার করুন