চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা পানি সংকট নিরসনে গভীর নলকূপ চালু

17

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় খাবার পানির জন্য গভীর নলকূপ চালু হয়েছে। এর মাধ্যমে পৌরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শনিবার পৌরসভার হাজীডাঙ্গায় গভীর নলকূপটি চালু করেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
এই গভীর নলকূপ থেকে পৌরসভার ইসলামপুর, কাঁটাপুকুর, কাদিকোলা ও রেলস্টেশন এলাকার মানুষ সুপেয় পানি পাবেন। এছাড়াও অতি শিগগিরই আরো তিনটি গভীর নলকূপ চালু হবে। এ লক্ষে বিভিন্ন কার্যক্রম শেষের পথে বলে জানিয়েছেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
মেয়র বলেনÑ সরকার দেশের ৩০টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে পৌরসভার সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এ পৌরসভায় নতুন ৪৮ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষের পথে। এর ফলে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত হবে।
১১.০৮ বর্গ কিলোমিটারের নাচোল পৌরসভায় ২৫ হাজার মানুষের বসবাস। এ পৌরসভার নাগরিকের সুপেয় পানি পানের সুবিধার্থে ৫ ও ৭নং ওয়ার্ডের মুরাদপুর ও গরুর হাট এলাকায় গভীর নলকূপ স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
এ পৌরসভায় পানির গ্রাহকের সংখ্যা প্রায় দেড় হাজার। নতুনভাবে আড়াই হাজার গ্রাহকের সংখ্যা যুক্ত হয়েছে। শিগগিরই আরো তিনটি গভীর নলকূপ চালুর মধ্য দিয়ে পৌর এলাকার মানুষের দীর্ঘদিনের পানির চাহিদা মেটানো সম্ভব হবে।
আবদুর রশিদ খান বলেন, সুপেয় পানির চাহিদা মেটাতে দেশের ৩০টি পৌরসভার মধ্যে নাচোল পৌরসভায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে প্রকল্প হাতে নেয় সরকার।
নাচোল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী জানান, বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নাচোল পৌরসভার ২নং ওয়ার্ডের গুঠইল, ৬নং ওয়ার্ডের হাজীডাংগা ও কাঁটাপুুকুর এবং ৯নং ওয়ার্ডের কন্যানগরে গভীর নলকূপ স্থাপনসহ পাইপলাইনের কাজ শেষের পথে। প্রায় ৪৮ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পুরো এলাকায় পানি সরবরাহ করা হবে। এর ফলে গ্রাহকদের পানি পেতে বিড়ম্বনায় পড়তে হবে না। জনস্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নাচোল পৌরসভার ৪টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার লিটার পানি উত্তোলনে সক্ষম গভীর নলকূপ স্থাপনসহ পাইপলাইনের কাজ শেষের পথে। চাহিদার বিপরীতে প্রতিটি নলকূপ থেকে ৩৫ হাজার লিটার পানি উত্তোলন করা যাবে। এতে পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসন হবে।
মেয়র আব্দুর রশিদ খান ঝালু বলেন, পুরনো দুটি পাম্প ছাড়াও আরো নতুন ৪টি পাম্পের সব ধরনের কাজ শেষের পথে। এর মধ্যে পানি সংকটের কারণে একটি গভীর নলকূপ চালু করা হয়েছে এবং বাকি তিনটি শিগগিরই চালু হবে। এর ফলে পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট দূর হবে। গ্রাহকদের চাহিদামত সংযোগের কাজ চালু রয়েছে।