চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষকদের মাঝে অবসর আর্থিক অনুদানের চেক বিতরণ

25

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নাচোল উপজেলা শাখার উদ্যোগে অবসর প্রাপ্ত শিক্ষকের মাঝে অবসরকালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) সকাল ১০ টার দিকে কন্যানগর গ্রীনল্যান্ড পার্কে সংগঠনটির সাধারণ সভায় ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ২ লাখ ১৫ হাজার ৭৫০ টাকার চেক প্রদান করা হয়েছে। চেক পেয়েছেন তারা হলেন, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান ৪২ হাজার ৮৯৪ টাকা, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ৪৩ হাজার ৫০০ টাকা, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক ৪১ হাজার ৫০০ টাকা, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল্লাহ ৪৩ হাজার ৪৩০ টাকা এবং নিজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ৪৪ হাজার ৪৩০ টাকা।
মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস নাচোল উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে আর্থিক অনুদানের এই চেক তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সম্পানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাঈম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার জাহান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি শাহজাহান সিরাজ বলেন- বাশিস নাচোল উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৫৫ জন শিক্ষক-কর্মচারীকে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৮ লাখ ৪৫ হাজার ৯৬২ টাকা অবসরকালীন আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সদস্য সচিব আব্দুর রহিম এবং ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন।