চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক খামারে ছোট-বড় ২৫ টি গরু আগুনে পুড়ে মারা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ৭ টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের সোলাইমানের খামারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখিলা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে সোলায়মান (৪৫) এর বাড়ির পার্শ্বেই রয়েছে একটি গরুর খামার। সেখানে ছোট-বড় মিলিয়ে ২৫টি ছিল। বৃহস্পতিবার ৭ টার দিকে সহসা ওই খামারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গরুগুলো পুড়ে যায়। কি থেকে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি।