শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৩০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ ফসলের কৃষক মাঠদিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নাচোল কৃষি অফিসের আয়োজনে কসবা ইউনিয়নের এলাইপুর মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন কৃষক-কিষানির প্রত্যেককে ২ হাজার ৮০০ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেনÑ উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব, বাইলকাপাড়া বর্ধাইচন্ডীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোলাইমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর নুর। এসময় উপস্থিত ছিলেনÑ উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীসহ শতাধিক কৃষক-কিষানি।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে উৎপাদিত নিরাপদ খাদ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

About The Author

শেয়ার করুন