দৈনিক গৌড় বাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চেয়ারম্যান ও মহিলা
ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১১ মে) বিকেল ৪টায় নাচোল উপজেলার আন্ধরাইল গ্রামের ক্লাব চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
গ্রাম মাতব্বর তাহের উদ্দিন তারার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমীন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করা হয়।

About The Author