চাঁপাইনবাবগঞ্জের দুস্থদের ১০ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান

9

চাঁপাইনবাবগঞ্জে ২৯জন দুস্থ মানুষের মাঝে ১০ লাখ ৩০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান হিসেবে জেলার বিভিন্ন এলাকার এইসব মানুষের মাঝে এইসব  চেক বিতরণ করেন মহিলা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। সোমবার সকালে জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি চেকগুলো বিতরণ করেন এবং প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু নজর হোসেন খান বৃটিশ, বিশিষ্ট কৃষি গবেষক ড. সাইফুল ইসলাম,  সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ২ জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র ৩ নাজনীন ফাতেমা জিনিয়া। যুব লীগ নেতা শাহনেয়াজ দুলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।