চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরে পুলিশ সুপারের  মতবিনিময়

33

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম এলাকা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো ছাইদুল হাসান। এসম জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। শুক্রবার (২৮ জুলাই২০২৩) সড়ক ও নদীপথে গিয়ে তিনি চরাঞ্চল পরিদর্শন ও মতবিনিময় করেন। মতবিনিময়কারে চরাঞ্চলে মাদক নির্মূল, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা শেষে নারায়নপুর ইউনিয়নের বিজিবির জহুরপুর ক্যাম্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, ইসলামপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ আজগর আলী।