বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন আব্দুল ওদুদ এমপি

নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, কোন এলাকায় কি কি উন্নয়ন করা যায় তা নিরূপণ করতে ব্যস্ত দিন কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা হযরত বুলন্দ শাহ্ মহাবিদ্যালয়ে গ্রামীণ অবকাঠামো (টিআর) কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদের বসার স্থান নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এছাড়া একই ইউনিয়নের আমনুরা কে এম উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজের উদ্বোধন, আতাহার সরকারি পুকুরের বিপরীত কমিউনিটি ক্লিনিকের হেরিং বোন বন্ড রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন, রাঁধুনী ডাঙ্গায় প্রধান সড়ক হতে পাশর্^ রাস্তা হিসেবে লোকালয়ে প্রবেশের হেরিং বোন বন্ড রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন, বাবু ডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জন্য হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণের উদ্বোধন এবং আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
হযরত বুলন্দ শাহ্ মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বসার স্থান নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, মহাবিদ্যালয়টির অধ্যক্ষ গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যরা।
এছাড়াও আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুর মোড়ে স্থানীয়দের নিয়ে নতুন মসজিদ নির্মাণের স্থান ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন। দিনভর এইসব উন্নয়ন ফলক উন্মোচনের পাশাপাশি তিনি এলাকাবাসীর সঙ্গে উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন এবং উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

About The Author

শেয়ার করুন