চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উজিরপুর, পাঁকা, ছত্রাজিতপুর, নয়ালাভাঙ্গা ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাক হোসেন, মুনসুর আলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম টিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সম্পাদক মনিরুল ইসলাম আপেল, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম।
ইফতার পুর্ব মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জিয়াউল হক।