চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভায় প্রশাসক হলেন যারা…
চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওকে, শিবগঞ্জ পৌরসভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদকে, রহনপুর পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামকে এবং নাচোল পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন মো. মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌরসভায় মো. মনিরুল ইসলাম, রহনপুর পৌরসভায় মো. মতিউর রহমান খান ও নাচোল পৌরসভায় আব্দুর রশিদ খান ঝালুকে অপসারণের কথা অপর এক প্রজ্ঞাপনে জানা গেছে।
অন্যদিকে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনকে অপসারণ করে প্রশাসক হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা পরিষদে অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী অফিসাররা দায়িত্ব পালন করবেন।